এক মায়াহীন রাতের নিকষ অন্ধকারে
খুঁজে ফিরি হারিয়ে যাওয়া জলরাশি।
এই পথেই বিলীন হয়েছে প্রেম
এই পথেই হেঁটে গেছে প্রণয়েন লাল শালু।
নোনতা স্বাদটা এখনো লেগে আছে ঠোঁটের কোণে
জীব দিয়ে মাঝেমাঝে টেনে নিই খুব গোপনে।
লাগমহীন শরীর ভুলে গেছে পুরনো দিনের
মরিচা পড়া নীলাভ বেলাভূমির জোয়ার।
নতুন পথের প্রান্ত ধরে সে এখন অন্য শরীরে,
এখানেও জমকালো আয়োজনে মাতানো শহর।
পুরানো জগতের কালচে রঙ ম্লান হয়ে গেছে
নতুন জগতের রঙিন আলোয় গাঁ ভাসিয়ে।
রাতের বৈভাষিক খন্ড যুদ্ধ শেষে দিনের আলোয়
মুখ লুকিয়ে বেঁচে থাকে পানসে শরীর।
আঁধারের কাছে জমে থাকে অজন্ম ধরে
কত শত সত্তার উপছে পড়ার ঋণ।
নিয়মের হাত ধরে ঢেকে রাখা সকল মায়া,
ভিড় ঠেলে পৌঁছে গেছে না ফেরার দেশে।
সাবলীল ভাবে আমরা আজও রয়েছি বেঁচে,
বেঁচে থাকার প্রয়োজনের কিংবা ভালোবেসে।
কবি ও লেখক কানিজ জহুরা- নরসিংদী প্রতিদিন-বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ :