স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০১৯:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নরসিংদীতে মানববন্ধন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে নরসিংদী প্রেসকাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীসহ তার সুচিকিৎসার দাবী জানানো হয়। এসময় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতাকর্মীরা।
মানববন্ধনে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মনজুর এলাহী, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক কবির আহম্মেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা যুবদলের সহ-সভাপতি শাহান শাহ শানুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।