বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ :
গ্ল্যামার আর নজরকাড়া হাসির জাদুতে চলচ্চিত্রপ্রেমীদের মন কেড়েছেন চিত্রনায়িকা পরীমনি। চলচ্চিত্রে পা রেখে বিভিন্ন সময় আলোচনায় উঠে আসেন তিনি। এরই মধ্যে দেশের গুণী নির্মাতাদের পরিচালনায় কাজ করেছেন এই অভিনেত্রী।
বেশ কিছুদিন ধরে চলচ্চিত্রের পর্দায় দেখা যাচ্ছে না পরীমনিকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি। নিজের কাজসহ নানা বিষয় নিয়ে ফেসবুকে সরব থাকেন। তার ভক্তরাও লাইক-কমেন্টস করে যুক্ত থাকেন প্রিয় নায়িকার সঙ্গে। প্রায় প্রতিদিনই ফেসবুকে নিজের ছবি পোস্ট করে থাকেন পরীমনি। ইদানীং তার প্রকাশ করা স্থিরচিত্রগুলো তাক লাগিয়ে দিয়েছে ভক্তদের। বলা চলে, পরীর উষ্ণতায় বুঁদ সাইবারবাসী!
ছবি আপলোড করার প্রতিযোগিতায় তিনি যেন লম্বা রেসের ঘোড়া। কখনো শাড়িতে আবার কখনো টপলেস হয়ে। ফেসবুকে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে দেখা যায়, প্রকৃতির খুব কাছে গাউন পরে দাঁড়িয়ে পরীমনি। দুধে-আলতা শরীরে সূর্যের আলো তার সৌন্দর্যে আরেক মাত্রা যোগ করেছে।