শেরপুর প্রতিনিধি | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ : এবার শেরপুরের নকলা উপজেলার বাড়ইকান্দি গ্রামে হাজী জমির উদ্দিন দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী রিপা আক্তারকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার পিতা রফিকুল ইসলাম (৪০) কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রফিকুল ইসলাম উপজেলার পশ্চিম নকলা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। সে পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী।
(১৩ সেপ্টেম্বর) শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে এ দন্ডাদেশ প্রদান করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়।