শরীফ ইকবাল রাসেল | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ :
নরসিংদী মডেল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) নরসিংদীর ড্রীম হলিডে পার্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ জাকারিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, প্রথমে আমাদের ভালো মানুষ হতে হবে। তারপর আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবো। আমাদের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম থাকতে হবে। মা, বাবা, শিক্ষক ও গুরুজনকে সম্মান করতে হবে। সামাজিক ব্যাধি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান, মডেল কলেজের পরিচালক মোঃ ওমর ফারুক ভূঁইয়া, আহমদ হোসেন ফকির, মাহবুবুর রহমান মোল্লা। কলেজের উপাধ্যক্ষ মোঃ রাজিউল্লাহ রাজিবের উপস্থাপনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, বুয়েট’র পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ সৈয়দ উদ্দিন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও মডেল কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী, ড্রীম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদী স্কুল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা এবং মডেল কলেজের অধ্যক্ষ মো: কামরুল ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রফেসর মোহাম্মদ আলী, শিক্ষার্থী ইমা, প্রভা, আশিকুর, তমা, হাবিব, মালিহা, আবদুল্লাহ, হিমেল, অরিন, ফোরকান, অরিত্রা, শুভ ও তাওহীদ। নৃত্য পরিবেশন করেন অপ্সরা, সামিয়া, সৌদিয়া, মুমু , সুমি। কৌতুক অভিনয় করেন ফুয়াদ হাসান ও শেষে অভিজ্ঞ হাতুরের ডাক্তারের আধুনিক হাসপাতাল নাটিকা মঞ্চস্থ হয়।