সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ :নরসিংদীর পলাশে উপজেলা পর্যায়ে অনুর্ধ্ব -১৭, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঘোড়াশাল পৌরসভা ফুটবল একাদশকে ৬-৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জিনারদী ইউনিয়ন একাদশ।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পলাশ থানা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী – ২ পলাশের সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি ও পরাজিত দলের হাতে রানার্সআপ ট্রপি তুলে দেন প্রধান অতিথি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, পলাশ থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস, জিনারদী ইউপির চেয়ারম্যান প্রফেসর গাজী কামরুক ইসলাম, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা, কাউন্সিলর কামরুল ইসলাম, বিল্লাহ হোসেন, শহীদুল ইসলাম রুমেল প্রমুখ।
জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় ঘোড়াশাল পৌরসভা একাদশ ও জিনারদী একাদশ চরম উত্তেজনা ও পাল্টা আক্রমণের মধ্য দিয়েও নির্ধারিত সময়ে গোল দিতে ব্যর্থ হয়ে ট্রাইবেকারে জিনারদী একাদশ ৬ গোল দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।