মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ : নরসিংদীর রায়পুরায় ভেলুয়ারচর দারুস সুন্নাহ ইসলামীয়া মাদরাসা ও এতিমখানায় প্রায় শতাধিক ছাত্রের মধ্যে বিনামূল্যে কোরআন শরীফ, সিপারা ও কায়দা বিতরণ করেছে ভেলুয়ারচর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন।
এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর দারুস সুন্নাহ ইসলামীয়া মাদরাসা ও এতিমখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আজান।
প্রধান অতিথি তার বক্তব্যে কোরআল শরীফ বিতরণের ব্যতিক্রমী এই মহতি উদ্যোগের প্রশংসা করে আগামী দিনে সংগঠনের সাফল্য কামণা করেন।
ওই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম শ্রীনগর ইউপি সদস্য আব্দুর রহমান, হোসেন মিয়া, মাদরাসার পিন্সিপাল মুফতি সাইদুল হক, মাওলানা ওবাইদুল্লাহ্, সিবাগাতুল্লাহ, বেলালা আহমেদ, ধারাভাষ্যকার ইব্রাহীম খলিল প্রমুখ।
পরে সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ভেলুয়ারচর কবরস্থানের উন্নয়নের কাজের জন্য আর্থিক অনুদান হিসাবে কবরস্থানের সভাপতির হাতে নগদ পাঁচ হাজার টাকা তোলে দেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ।