এস এম প্রভাত, আড়াইহাজার থেকে : আড়াইহাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বুধবার দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সিনিয়র পুলিশ সুপার (ট্রাফিক) আফসার উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, সুভাষ চন্দ্র দাস, ওসি নজরুল ইসলাম, ওসি (তদন্সত) শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা ফাইজুল হক ডালিম, সামছুল ইসলাম প্রমুখ। এ সময় আগত সাধারণ মানুষের সরাসরি প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার।