সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ :
নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়নের ঐতিহ্যবাহী স্কুল ভাটপাড়া এন.সি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নবনির্বাচিত সদস্যরা নরসিংদী -২ পলাশের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে উৎসবমুখর পরিবেশে (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহণ। চারটি সদস্য ও একটি সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। বিদ্যালয়ের পনের’শ ছাত্র-ছাত্রীর মধ্যে মোট অভিভাবক ভোটার সংখ্যা ১৩২১জন। নির্বাচনে ভোট পড়ে ১১২০টি, যা মোট ভোটার সংখ্যার প্রায় ৮৫ ভাগ। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
১নং সদস্য পদে মোঃ দুলাল হোসেন মোল্লা (চেয়ার), ২নং সদস্য পদে মোস্তাক আহম্মেদ রেনু (বাইসাইকেল), ৩নং সদস্য পদে নজরুল ইসলাম গাজী (ফুটবল), ৪নং সদস্য পদে যাদব কুমার দে (মাছ) এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে শিউলী রানী দাস (গোলাপ ফুল) বিজয়ী হন।
এদিকে পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জানান, অত্র ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী ভাটপাড়া এন.সি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। আশা করি বিজয়ী সদস্যবৃন্দ বিদ্যালয় ও শিক্ষার মান উন্নয়নে সচেষ্ট থাকবেন।
স্থানীয় শিক্ষানুরাগী ও ঘোড়াশাল পৌর আ.লীগের
যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে আমরা এক ও অভিন্ন।