মোখলেছুর রহমান| নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উদ্যোগে ওপেন হাউজ ডে ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (অপারেশন) সৈয়দ রাফিউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর বিভাগ) মোঃ আব্দুল হানিফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশের কন্যা ঐশী প্রমান করেছে যে, একজন মাদক সেবী কতোটা নিষ্টুর হলে বাবা মাকে হত্যা করতে পারে। এর পিছনে মূল কারন ছিলো মাদক।
এসময় তিনি আরো বলেন, মাদক বর্তমানে আমাদের সমাজে প্রধান চিহ্নিত সমস্যা।
তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যে ভাবে কাজ করছে এবং অন্যান্য আইন সংস্থা প্রধান মন্ত্রীর নির্দেশে যেভাবে কাজ করে যাচ্ছে জঙ্গিবাদের মতো মাদকও চিরতে নির্মূল হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সদর ট্রেনিং) অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম এন্ড অবস) এ. এইচ. এম কামরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) এর মোঃ সোহরাব হোসাইন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক তদন্ত কলিন্দ্র নাথ গোলদার এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিবাক, মসজিদের ইমামগণ।