নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০১৯:
গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর, সদরদপ্তরের মনিটরিং এন্ড এনফর্সমেন্ট শাখার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ এবং মোহাম্মদ মাকসুদুল ইসলাম এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে পাঁচটি গোডাউন ও একটি পলিথিন শপিং ব্যাগ বোঝাই ট্রাক থেকে ওই অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করে। এসময় গোডাউন মালিকদের কাছ থেকে সর্বমোট ১২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক তা আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর গাজীপুর এর উপপরিচালক জনাব মোঃ আঃ সালাম সরকার, রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক জনাব শেখ মোজাহিদ, পরিদর্শক জনাব দিলরুবা আক্তার, পরিদর্শক জনাব আব্দুর রাজ্জাক এবং রেপিড একশন ব্যাটালিয়ন-১ গাজীপুরের ব্যাটেলিয়ান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।