নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০১৯:
নরসিংদীর পলাশে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ পুরুষ্কার বিতরণ করা হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম.ফজলুল হকের সঞ্চালনায় পলাশ থানা সেন্টাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমির হোসেন গাজীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পলাশ থানা সেন্টাল কলেজ, শ্রেষ্ঠ বিদ্যালয় জনতা আদর্শ বিদ্যাপীট ও শ্রেষ্ঠ মাদ্রাসা ডাঙ্গা দাখিল মাদ্রাসা প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রভাষকের পুরুষ্কার লাভ করেন পলাশ থানা সেন্টাল কলেজের প্রভাষক রাশেদ মিয়া। এ ছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শ্রেষ্ঠ গালর্স গাইড, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ গার্ল গাইডসহ সৃজনশীল মেধান্বেষনের বিভিন্ন ক্যাটাগড়ির বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।