নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ :
নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ চার ডাকাতকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। আটককৃতরা হলো,রায়পুরা উপজেলার চর আড়ালিয়া গ্রামের মৃত. মোন্তাজ উদ্দিন এর ছেলে, মাধবদী শহরের টাটা পাড়া মহল্লার ভাড়াটিয়া মোঃ জামান (৪৪), টাটা পাড়া মহল্লার মৃত ফজলুল করিমের ছেলে মোঃ ফারুক মিয়া (৩৫),আনন্দী বটতলার মধু মিয়ার ছেলে মজিবর (৪৮) ও মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ (৩৮)।
পুলিশ জানিয়েছেন, শুক্রবার রাতে মাধবদী বাসস্ট্যান্ডের পাশের খোলা যায়গায় ডাকাত একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর, মনির হোসেন, সরহাদ ও এস আই সঞ্জয় সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ চার ডাকাতকে আটক করে। এসময় পুলিশের আচ পেয়ে অন্যান্য ডাকাত সদস্য দৌড়ে পালিয়ে যায়। আটকৃতদের কাছ থেকে ১২ ইঞ্চি ও ২৭ ইঞ্চি লম্বা দুইটি ছুরি সহ দুইটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান নরসিংদী প্রতিদিনকে জানিয়েছেন, আটককৃত ডাকাত দলের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের সাথে বিরামপুর ও টাটাপাড়ার মহল্লার ১০/১২ জনের ডাকাত দলের সদস্য ছিলো।
তিনি আরও বলেন, তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।