স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন -
শনিবার,২১ সেপ্টেম্বর ২০১৯:
দেশের মাটিতে টি-টোয়ন্টি অভিষেক ম্যাচে চোট পেয়েছেন তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে হ্যামিল্টন মাসাকাদজার একটা শট ঠেকাতে গিয়ে চোটে পড়ে বাঁ হাতে তিনটা সেলাই পড়েছে; যাতে এখনো ব্যান্ডেজ লাগানো।
এই ব্যান্ডেজ বাঁধা হাত নিয়েই তিনি অনুশীলনে এসেছেন। শুধু তাই নয়; বোলিংও করেছেন আমিনুল। খেলতে চান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে!
আমিনুলের যে ধরনের ইনজুরি হয়েছে, তাতে সেলাই কাটতেই সাত দিন লেগে যাবে। কিন্তু ফাইনাল ২৪ সেপ্টেম্বর। হাতে এত সময় নেই। তাহলে কীভাবে খেলবেন তিনি?
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য আশার কথা বলেছেন, হাতের সেলাই নিয়েও খেলতে পারেন একজন খেলোয়াড়। কিন্তু চোটের অবস্থা আগে বুঝতে হবে। কিন্তু হাতের চোটটা এতটাই গুরুতর, ফাইনালের আগে পাওয়া চার দিনের বিরতিতে তিনি কতটা সেরে ওঠেন, সেটাই প্রশ্ন। তবে ব্যথা খানিকটা কমেছে বলেই ব্যান্ডেজ জড়ানো হাত নিয়ে বোলিং করেছেন আমিনুল।