নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন -
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯ :
বর্ণিল ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে উদ্বোধন হলো " বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া ষ্টেডিয়াম এ টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার নান্দনিক জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভুইয়া, নরসিংদী জেলা পরিষদ ও জেলা প্রশাসনের সদস্য বৃন্দ সহ আয়োজক, কলাকুশলী ও উদ্বোধনী খেলায় অংশগ্রহণকৃত খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন নরসিংদী সদর অনুর্ধ্ব ১৭ বালিকা একাদশ বনাম নরসিংদী পৌরসভা অনুর্ধ্ব ১৭ বালিকা একাদশ। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারের মাধ্যমে খেলার সমাপ্তি করা হয় । টাইব্রেকারে নরসিংদী পৌরসভা অনুর্ধ্ব ১৭ একাদশকে এক গোলে হারিয়ে নরসিংদী সদর অনুর্ধ্ব ১৭ একাদশ বিজয়ী হয়। খেলার আয়োজকরা জানান, প্রতিদিন সকালে বালিকা একাদশ ও বিকেলে বালক একাদশের খেলা অনুষ্ঠিত হবে। উক্ত টুর্ণামেন্টের সমাপনি ও ফাইনাল খেলা ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান তারা।