নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সিঃসহ সভাপতি কামাল হোসেনের বাগান বাড়ি থেকে বিপুল পরিমাণের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। রবিবার(২২ সেপ্টেম্বর) বিকালে ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজার এলাকায় ওই বাগান বাড়িতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।
এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদে উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কামাল হোসেনের বাগান বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৫ টি রামদা, ৫টি চাপাতী ও কয়েকটি লোহার পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র গুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।