এস এম প্রভাত, আড়াইহাজার থেকে : আওয়ামী লীগ আরও যেন শক্তিশালী হয় সে লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বদলে গেছে। শেখ হাসিনা মানে গণতন্ত্র, সমৃদ্ধি ও অগ্রগতি। এটাকে আরও গতিশীল করতে হলে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
শনিবার সন্ধায় আড়াইহাজার উপজেলার বালাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ এসব কথা বলেন।
মোঃ এমরানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র হালিম সিকদার, জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম ভূইয়া, মাহবুবুর রহমান রোমান, উচিৎপুরা ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন মোল্লা, ছাত্রলীগ নেতা ইসমাইল, সরকারি সফর আলী কলেজের জিএস আইয়ুবুর রহমান হৃদয় প্রমুখ