নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ :
নরসিংদীর পলাশ উপজেলায় হিন্দু ধর্মবমলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী,পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, ডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সাবের উল হাই,পলাশ উপজেলা প্রেসকাবের সভাপতি এস এম শফি,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক গুহ, সাধারণ সম্পাদক অশিক চন্দ্র দাস প্রমূখ।
ঘোড়াশাল পৌরসভাসহ উপজেলার চারটি ইউনিয়নে এ বছর ৪৭টি দুর্গাপূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং ৪৭টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় সকল পূজা মন্ডপগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।