সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ : “মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে।
আজ (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পলাশ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী,সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারী -বেসরকারি প্রাইমারী স্কুলের শিক্ষকসহ উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তা এ দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করে। পরে শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে মিনা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করে।
উল্লেখ্য,জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) সূত্রে জানা যায়, দক্ষিন এশিয় উন্নয়ন সংস্থা (সার্ক) ১৯৯৮ সালের ২৪ সেপ্টেম্বরকে মীনা দিবস হিসেবে ঘোষণা করেন। সেই বছর থেকেই ইউনিসেফসহ সরকারি ও বেসরকারি সংস্থা এ দিবসটি পালন করে আসছে।