নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০১৯:
গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ডে পূবাইলের বসুগাঁও এলাকায় বুধবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে নিজ বাড়িতে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা গাজীপুরের স্থানীয় বাসিন্দা বলে জানা যায়। নিহত স্বামীর নাম কালাম ও স্ত্রীর নাম পুতুল। সকালে তাদের দেড় বছর বয়সের শিশুর কান্নার শব্দে প্রতিবেশীরা এসে স্বামী-স্ত্রীর রক্তাত মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রক্তাত মরদেহ ও প্রচুর পরিমানে মরিচের গুঁড়ো উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে মরিচের গুঁড়ো ছিটিয়ে নিহতদেরকে কাবু করে ধারাল অস্ত্রে দিয়ে মাথায় কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় খুনিরা।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, আবুল কালাম তার স্ত্রীকে নিয়ে বসুগাঁও এলাকার জিএম টেক্সটাইলের পিছনে বসবাস করতেন।গতকাল রাতে আবুল কালাম ও তার স্ত্রীকে নিজ কক্ষে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।