নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ :
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ নিমার্ণ কাজের শুভ সূচনা করেন ভৈরব- কুলিয়ারচর নিবার্চনী এলাকার সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
আজ (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক আহামেদ সৌরভের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভৈরব উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলাম সেন্টু প্রমুখ