রায়পুরা প্রতিনিধি | নরসিংদী প্রতিদিন -
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ :
নরসিংদী রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশন এলাকায় কাজ শেষে রেললাইন ধরে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মো. মিষ্টার (৩৫) নামে এক চা'য়ের দোকানের কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।
গতকাল (২৫ সেপ্টেম্বর) বুধবার রাত সাড়ে ৮টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিষ্ঠার গত বিশ বছর ধরে উপজেলা পলাশতলী ইউনিয়নের খাকচক এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। এবং মেথিকা রেলওয়ে স্টেশনের লিটন মিয়ার চা'য়ের দোকানে কর্মচারী হিসাবে কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবার রাতে তিনি দোকানের কাজ শেষে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।ওই সময় ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে ওই রাতেই তার মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়ি পাড়াতলীর মধ্যনগরে নিয়ে যায়।
এব্যাপারে মেথিকান্দা স্টেশন মাস্টারে মোবাইলের একাধিক বার কল দেওয়া হলেও তার মুঠোফোনটি বন্ধ থাকায় জানা যায়নি কোন ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন এ ধরনের কোন ঘটনা ঘটেছে বলে তার জানা নেই।