নিজস্ব প্রতিবেদক । নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ২৪ সেপ্টেম্বর ২০১৯:
নরসিংদীতে ৬৫ পিস ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পুর্ব ব্রাহ্মন্দী শিক্ষাচত্বর এলাকার ভাড়াবাসা আব্দুল্লাহ আল মামুন (২৮)কে আটক করে।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার পিপিএম (বার) এই তথ্য নিশ্চিত করে বলেন আটককৃত কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার নয়ারচর এলাকার আ: মান্নান এর ছেলে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী সদর মডেল থানায় মামলা করা হয়ে। আজ তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে পেরণ করে।