শরীফ ইকবাল রাসেল | নরসিংদী প্রতিদিন-
শনিবার,২৮ সেপ্টেম্বর ২০১৯:
নরসিংদীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাধবদী শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাধবদী শাখায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ব্যাংকের শাখা প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা এই কার্যক্রমের উদ্বোধন করেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সৈয়দ আমীরুল ইসলাম শামীম এর নেতৃত্বে একদল চিকিৎসক সকাল থেকে প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়বেটিস ও প্রেসার পরীক্ষা শেষে ব্যবস্থা পত্র প্রদান করা হয়। এসময় রোগীদের হাতে বিনামূল্যে ঔষধ তুলে দেন অতিথি গণ।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের বিনিয়োগ বিভাগের প্রধান মো: দিদারুল ইসলাম, সিনিয়র অফিসার মো: মাসুম বিল্লাহ, প্রকল্প কর্মকর্তা মো: মিজানুর রহমান, সহকারী প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও নাজমুল হক প্রমূখ।
…