শেখ মানিক। নরসিংদী প্রতিদিন –
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ :
নরসিংদী-৩ শিবপুরের সাংসদ মুক্তিযোদ্বা আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বলেন, গ্রামকে শহরে পরিণত করার লক্ষে কাজ করছে প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
আজ (২৮ সেপ্টেম্বর) শনিবার সকালে নরসিংদীর শিবপুরে ৩ কোটি টাকা বরাদ্দের খড়িয়া তামিরুল মিল্লাত দারুল উলুম দাখিল মাদ্রাসার আধুনিক চার তলা ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় ছাত্র-ছাত্রীদেরকে আওয়ামীলীগের পতাকা তলে আসার আহবানও জানান তিনি। খড়িয়া গ্রাম থেকে মাদক বিক্রয় এবং সেবন পরিহার করতে এলাকা বাসির প্রতি আহবান জানান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবির, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, মাছিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, মাদ্রাসা সুপার হুমায়ুন কবির, শ্রমিক নেতা নাজমুল কিরন প্রমূখ।