নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
শনিবার ২৮ সেপ্টেম্বর ২০১৯:
নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও কারামুক্তির দাবীতে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নরসিংদী প্রেসকাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতার্মীরাও অংশ নেন। মানববন্ধনে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবীসহ তার সুচিকিৎসার দাবী জানানো হয়। খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন নেতাকর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি ও সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, নরসিংদী শহর বিএনপির যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক কবির আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডি প্রমুখ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক চৌধুরীসহ স্বেচ্ছাসেবক দলের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
……….