শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ :
নরসিংদীর শিবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ সেপ্টেম্বর) শনিবার বিকেলে উপজেলার লাখপুর শিমলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগীতায় ও উপজেলা প্রশাসন কর্তক আয়োজিত ফাইনাল খেলা শেষে সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-৩ এর সাংসদ নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
এসময় আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আবদুল হাই মাস্টার, আলমগীর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূইয়া জুনু, মাছিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, দুলালপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেরাজুল হক মেরাজ, চক্রধা ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বেনজির আহমেদ বেনু, একাডেমিক সুপারভাইজার মোঃ গিয়াস উদ্দিন, ও প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম খোকন মাস্টার প্রমুখ।
অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় ট্রাইবেকারে মাছিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৪ গোলে চক্রধা ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে।