এস এম প্রভাত, আড়াইহাজার থেকে : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারাযণগঞ্জ-২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেছেন, শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়নের হচ্ছে । বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার উপজেলা সদরে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলা তরুণলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।
সাংসদ আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলো তার সুযোগ্যা কন্যা সে স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ক্ষমতায় আছেন বলেই উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন।
উপজেলা তরুণলীগের সভাপতি এইচ এম জাকির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তবারক হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, মেয়র আলহাজ সুন্দর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।