সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ :
নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌরসভা আয়োজিত সন্ত্রাস মাদক ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০ সেপ্টেম্বর) সোমবার সকালে ঘোড়াশাল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা কোন ভাবেই বাঁধাগ্রস্ত হতে দেওয়া যাবেনা। দেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী দলের হলেও কোন ছাড় দেওয়া হবেনা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিলা আক্তার, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম শফি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আরিফুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন, কামরুল ইসলাম, শহীদুল ইসলাম রুমেল, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার (হনুফা) সহ সকল কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।