খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন – সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯:
নরসিংদীতে অতি অল্পসময়ে নিজের কর্মদক্ষতায় পুরস্কার অর্জন করেছেন মাধবদী থানার উপ-পরিদর্শক (এস,আই) শিবলী কায়েস মীর। তিনি মাদক দ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মানব পাচার, ছিনতাই ও চুরি ডাকাতি রোধ সহ সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এস,আই) হিসেবে নির্বাচিত হয়। ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে নরসিংদীর পুলিশ লাইনসে আয়োজিত এক সভায়, নরসিংদীর সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম, পিপিএম) এর হাত থেকে শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার গ্রহণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হাসান, মো: শফিউর রহমান, শাহেদ আহমেদ, বেলাল হোসেন, মেজবাহ উদ্দিন প্রমূখ। শিবলী কায়েস মীর এছাড়াও একাধিক বার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন।