লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ০১ অক্টোবর ২০১৯:
নরসিংদীর শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার পক্ষ থেকে ৭৪ টি পূজা মন্ডপে নগদ আর্থিক অনুদান প্রদান করেছে সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশন। আজ মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান প্রধান অতিথি হিসেবে প্রত্যেকটি পূজা মন্ডপে ১০ হাজার টাকা করে প্রদান করেন। শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কৃষ্ণ গোস্বামী’র সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল।
এসময় উপজেলার ৭৪ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে অনুদান গ্রহন করেন।