সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ :
নরসিংদী জেলার অনেক কৃতি সন্তান দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরকারের বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে আসছেন। তাদের মধ্যে একজন পলাশের কৃতি সন্তান মোঃ শহিদুল ইসলাম। যিনি ১ বছর ধরে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।
গত বছরের (২৩ সেপ্টেম্বর) রবিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ শাখার উপসচিব দেওয়ান মাহবুবুর রহমানের প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামকে টাঙ্গাইল জেলার প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা যায়, পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।তাঁর পিতার নাম রহমতুল্লাহ। ঘোড়াশাল পাইট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলামের ছোট ভাই তিনি। এই বিদ্যালয় থেকেই ১৯৮৬ সালে এসএসসি পাশ করেন তিনি।