মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ :
নরসিংদীর রায়পুরায় আনন্দঘন পরিবেশে শরতের রাত্রে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রীতি ফুটবল ম্যাচ।
শ্রীরামপুর যুব সমাজের আয়োজনে এতে দুটি দল অংশগ্রহন করে। দল দুটি হলো মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ও স্বাধীনতা র্স্পোটিং ক্লাব। এদিকে রাতের এমন আয়োজনে ফুটবল প্রেমিদের মধ্যে ছিলো বেশ উৎসাহ ও উদ্দীপনা। দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিলো পরিপূর্ণ।
বৃহস্পতিবার ( ৪ অক্টোবর ) রাত সাড়ে ৮টায় রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর গরু বাজার মাঠে অনুষ্ঠিত খেলায় স্বাধীনতা র্স্পোটিং ক্লাবকে ২-০ ব্যবধানের পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ।
রায়পুরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রমজান আলীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসাইন।ওই সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, খেলাধুলা যুবকদের মন্দ কাজ থেকে দূরে রাখে ও মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌর আ.লীগ নেতা আশিক আফজাল, মহসিন হোসাইন মন্টু, পৌরসভা ৭নং ওর্য়াড আ.লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, শিক্ষক আলমগীর কবির, প্রাক্তন ফুটবলার কাজল, কবি ও সাহিত্যিক মো. রফিকুল ইসলাম মামুন, ব্র্যাক অফিসার রিপন সরকার, হাকিম খলিলউল্লাহ্, ফরিদ মিয়া, মাসুদ রানা, শফিক মিয়া প্রমুখ।
পরে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন খেলায় আগত অতিথিরা।
খেলায় রেফরীর দায়িত্ব পালন করেন নুরুল ইসলাম নুরু ও ধারাবিবরনীতে ছিলেন ইব্রাহিম খলিল ও নাহিদ আলম।