জাহিদ হাসান সরকার | নরসিংদী প্রতিদিন – শুক্রবার,৪ অক্টোবর ২০১৯:
Lighthouse _বাতিঘর সংগঠনের উদ্যোগে গত ৩ অক্টোবর বৃহস্পতিবার শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুলে ক্যারিয়ার গাইডেন্স বিষয় এর উপর এক সেমিনারের আয়োজন করা হয়। সংগঠনটি নবম দশম শ্রেণীর পাশাপাশি ইন্টারমিডিয়েট ১ম ও ২য় বর্ষের ছাত্রীদের ক্যারিয়ার গঠনের ব্যাপারে
অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করে এবং গাইডেন্স দেয়। তাদের আলোচনা ও গাইডেন্স এর মূল বিষয়গুলো ছিলো:
১. ক্যারিয়ার কি এবং এটার জন্য গাইডেন্স কেনো দরকার।
২. জীবনের লক্ষ্য কি, নির্দিষ্ট একটি জীবনের লক্ষ্য স্থির করা কেন জরুরি।
৩. জীবনের লক্ষ্য পূরণের ক্ষেত্রে একজন মেন্টর থাকার গুরুত্ব এবং সঠিক মেন্টর বাছাই এর ক্ষেত্রে মাথায় রাখার জন্য কতগুলো বিষয়।
৪. SSC ও HSC পরীক্ষার রেজাল্ট এর গুরুত্ব।
৫. বিভিন্ন কলেজ নিয়ে বর্ণনা এবং নিজের জন্য সঠিক কলেজ বাছাই এর গুরুত্ব।
৬. বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বর্ণনাসহ প্রকারভেদ এবং এদের অন্তর্ভুক্ত ইউনিট সম্পর্কে বর্ণনা।
৭. বিশ্ববিদ্যালয় ও ইউনিট অনুযায়ী পরীক্ষার ধরন ও নূন্যতম যোগ্যতা সম্পর্কে বর্ণনা।
৮. বিদেশে স্কলারশিপ নিয়ে ধারণা এবং স্কলারশিপ পাওয়ার জন্য নিজেকে এখন তৈরি করা যায়।
৯. বাংলাদেশের বিভিন্ন ধরনের ক্যারিয়ার সম্পর্কে বর্ণনা।
১০. বাংলাদেশ ডিফেন্স সেক্টর, মিডিয়া, ক্রিয়েটিভিটি এবং উদ্যোক্তা বিষয়ক ক্যারিয়ারের বিষয়ে কিছু টিপস।
১১. এখন থেকে কি কি অভ্যাস গঠনের মাধ্যমে সুন্দর একটি ক্যারিয়ারের জন্য প্রস্তুতি নেওয়া যায় তা নিয়ে বর্ণনা।
বাতিঘরের একজন সদস্য বলেন: “এখনকার চ্যালেঞ্জিং ক্যারিয়ারের জন্য সকল বিষয়ে পরিমিত জ্ঞান, পূর্ব প্রস্তুতি এবং গাইডেন্স অত্যন্ত জরুরি। এজন্য শিবপুরের ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ইনশাআল্লাহ আমরা শিবপুরের অন্যান্য স্কুলেও ক্যারিয়ার গাইডেন্স বিষয়ক সেমিনারের আয়োজন করবো এবং শিবপুরের শিক্ষার্থীদের জীবনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করবো।”