এস এম প্রভাত, আড়াইহাজার থেকে: আড়াইহাজারে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে রামকৃষ্ণ সংঘ ও সারদা সংঘ যৌথ উদ্যোদে দরিদ্র নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন দরিদ্রের মাঝে এ বস্ত্র বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোহাগ হোসেন, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, এসিল্যান্ড মোঃ উজ্জল হোসেন, আশ্রমের সভাপতি জওহর লাল ঘোষ, পুজা কমিটির সভাপতি উদয়ন চন্দ্র বিশ্বাসসহ পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা খুবই সুদৃঢ়। জাতির পিতার স্বপ্নপূরণে এই পূজাও একটি উপলক্ষ্য। আমাদের সম্প্রীতির বাংলাদেশ আরো এগিয়ে যাক, এই প্রত্যাশা করছি। এর আগে জেলা প্রশাসক ওই দিন সকালে উপজেলা বিভিন্ন বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সেখানে ধর্মীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।