মোমের পুতুল পুড়লে কাঁদিস
আমার মনটা বুঝিস না
আমি চোখের জলে ভাসি
আঁচলে চোখ মুছিস না।
আমার আকাশ ভিজলে পরে
ভিজে তোর আঁচল তল
নষ্ট আমি কষ্টে পুড়ে
মেঘের বুকে সাগর জল।
আমার প্রেমের ফুলটি ঝরলে
সুইয়ের খোঁচায় গাঁথিস মালা,
মন বাগানে দিস রে উঁকি
দেখবি ফুলের দহন জ্বালা।
তোর ঘৃণার কীট খাচ্ছে সঠিক
অঙ্কুরে প্রেম বিনাশ হয়,
তোর চোখেতে ফাগুন আমার
অবহেলায় পুড়েই ক্ষয়।
কবি : রফিকুল নাজিম | নরসিংদী প্রতিদিন -
শনিবার, ৫ অক্টোবর ২০১৯ :