লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
সোমবার ৭ অক্টোবর ২০১৯:
নরসিংদীতে পূজা দেখতে এসে ট্রেনের নিচে কাটা পড়ে এক যু্বকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সাড়ে ৯ টায় অারশীনগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল চন্দ্র দাস (৩০) গাজীপুর মজলিশপুর এলাকার রবীন্দ্র চন্দ্র দাস ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, জুয়েল পূজা দেখতে গাজীপুর থেকে নরসিংদী শহরে টেকপাড়া (থানার ঘাট) বোনের বাড়িতে বেড়াতে আসেন। পৌর শহরের আরশীনগর রেলক্রসিং সংলগ্ন শিক্ষাচত্বর এলাকায় পূজামন্ডপ দেখে বীরপুর মন্ডপ দেখতে রেল লাইন দিয়ে যাচ্ছিলেন। এসময় চট্রগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ আহমেদ (এসআই) জানান, জুয়েল দাস রাত সাড়ে ৯ টায় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্টেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অসাবধানতার কারণে ওই ট্রেনের নিচে কাটা পড়ে সে মারা যায়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।