মাধবদী প্রতিনিধি | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ৭ অক্টোবর ২০১৯ :
নরসিংদীর মাধবদী পৌর সভার উন্নয়ন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসী ও যানচলাচল কারীদের। এ শহরের উন্নয়ন কাজের ধীরগতির কারণে এ ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান শহরবাসী।
সোমবার (৭ অক্টোর) সকালে খানা-খন্দ সড়কে ঝুঁকি নিয়ে চলতে গিয়ে একটি কন্টিনার ট্রাক উল্টে অল্পের জন্য বেঁচে গেছেন কয়েজন পথচারী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাধবদী বাসস্ট্যান্ড হতে ঐতিহ্যবাহী ম্যানচেস্টার চত্তর, মাধবদী প্রেসক্লাব হতে সাবেক রেলসড়ক পর্যন্ত খানা-খন্দে মরণ ফাঁদে পরিণত হয়েছে এ সড়কটি। এ সড়ক সংস্কার কাজে ধীরগতি হচ্ছে কেন এ বিষয়ে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবর আহ্বায়ন জানান স্থানীয় বাসিন্দারা।