নিজস্ব প্রতিনিধি। নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার ৮ অক্টোবর ২০১৯:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদ (২১) হত্যার বিচারের দাবিতে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েটের) সামনে মানব বন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার ৮ অক্টোবর সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা শান্তি পূর্ণভাবে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নেতৃত্বদেন ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র মোঃ রেদুওয়ান এবং কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র মোঃ আশরাফুল ইসলাম।
এ সময় বক্তারা আবরার ফাহাদ হত্যায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করার জোড় দাবী জানান এবং বলেন সন্ত্রাসীদের কোন দল নেই, কোন গোষ্ঠী নেই, তারা সব সময় দেশ ও জাতির ক্ষতি করে।
এ সময় তারা বলেন, যত দিন পর্যন্ত নিহত মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীর বিচার না হবে তত দিন পর্যন্ত রাজ পথে আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণাদেন তারা।
উল্লেখ আবরার ফাহাদ ছিলেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র । তিনি শের-ই বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন এবং তার বাড়ি কুষ্টিয়া শহরে ।