সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ :
ঢাকা ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজ অথরিটি ‘ঢাকা ওয়াসা’র দুটি নবনির্মিত পদ্মা (যশলদিয়া) পানি শোধানাগার ও তেতুলঝরা-ভাকুর্তা ওয়েল ফিল্ড প্ল্যান্টের শুভ উদ্বোধন এবং গন্ধবপুর পানি শোধানাগার নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল গ্র্যান্ড বলরুমে স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি’র সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য বলেন, ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচির ১০ বছর’ নিয়ে এগিয়ে যাচ্ছে এজন্য ঢাকা ওয়াসাকে ধন্যবাদ জানান। ঢাকা ওয়াসার সিস্টেম লছের ৪০ ভাগ থেকে নামিয়ে ২০ ভাগে নামিয়ে নিয়ে এসেছে তারা।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। সভাপতির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
এসময় উপস্থিত ছিলেন, রাখবেন বাংলাদেশস্থ চীন দূতাবাসের রাষ্ট্র- দূত লি জিমিং, রিপাবলিক কোরিয়া দূতাবাসের রাষ্ট্রদূত হু ক্যাং ইল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবির) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রাকাশ প্রমুখ।