দুই জন ধরেছে দুই হাত, দুই জনে ধরেছে দুই পা,
ঝুলিয়ে রয়েছে তার সমস্ত গা,আহা,আহা!
বাদুড়ের মতো ঝুলিয়ে পিটিয়েছে তারা,
আবরারের চিৎকারে কেঁদেছে ধরা।।
বুয়েটের মেধাবী ছাত্র আবরার,
পিটিয়ে মারল তারে বন্ধু বেশি বুয়েটেরই কিছু জানোয়ার।
কেড়ে নিল তার বাঁচার অধিকার,
ধিক জানাই তোদের, তোরা মানুষরুপী জানোয়ার।।
বেদনার অশ্রুকণা ঝরে, হে আবরার তোমার জন্য,
ঘৃণা জানাই,শাস্তি চাই, তাদের প্রকাশ্যে ফাঁসি হলে বাংলা হবে ধন্য।
পিটিয়ে মেরেছে তোমায় যেসব জানোয়ার,
তাদের শাস্তি কামনা করেছেন প্রধানমন্ত্রী বাংলার।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে,
আবরার ফাহাদের মর্মান্তিক ঘটনার জড়িতদের বিচার হবে এ দেশে।
খুনিদের বিচার হবে এ বাংলায়,
তবুও কি আবরার,তোমার কান্নার হাহাকার ভুলা যায়?
তোমাকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী হয়েছেন ক্ষুব্ধ,
তোমার মা জননী রোকেয়া বেগম হয়েছেন আজ বাকরুদ্ধ।
তোমার বাবা বরকত উল্যার জ্ঞান হারাবার উপক্রম,
জানোয়ার রুপি খুনিদের নেই কোন সম্ভ্রম।।
আবরার,তোমাকে পিটিয়ে মারার অভিযোগে,
বাংলার প্রতি টি মা-বাবা মুহ্যমান তোমার শোকে।
সকলের কানে বাজে তোমার করুন চিৎকার
আকাশে বাতাসে এখন ও ভেসে বেড়ায় তোমার হাহাকার।।
ওপারে সুখে থাক, হে আবরার,
শান্তি কামনা করি তোমার বিদেহী আত্মার।
আর চাই না ঘটুক এমন নৃশংস হত্যার
এমন অমানবিক নিষ্ঠুর মৃত্যুর, হে আবরার।।
কবি গাজী শাহিদা বেগম | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ :