শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ :
নরসিংদী -৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্বা আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বলেন, গুণগত মান বজায় রেখে সড়কের কাজ করতে হবে। এতে যদি দলীয় নেতাকর্মী অথবা আমার পরিবারের সদস্যরা ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরেও যদি ঠিকাদার নিম্নমানের কাজ করে তাহলে উক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে কোন ধরনের সরকারি কাজে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
১১ অক্টোবর শুক্রবার সকালে শিবপুর- দুলালপুর-লাখপুর সড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির,শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আবদুল হাই মাস্টার, আলমগীর মৃধা আঙ্গুর ও দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মেরাজুল হক মেরাজ ও দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।