নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ : সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ আসরে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে বর্তমানে ১২তম স্থানে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রাফাহ্ নানজীবা তোরসা।
জানা গেছে, ওমিকন নিবেদিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশের এটি তৃতীয় আসর। এবারের আসরটি শুধুমাত্র বিউটি কনটেস্টের মাঝে সীমাবদ্ধ থাকছে না। প্রথমবারের মতো এই প্ল্যাটফর্মটি সামাজিক সচেতনতামূলক উন্নয়ন কাজেরও অংশীদার হবে।
এছাড়া লন্ডনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবারের মুকুট বিজয়ী।
প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে এখন চলছে ভোটিং পর্ব। চবি শিক্ষার্থী রাফাহকে নির্বাচিত করতে প্রয়োজন ভোটের। ভোট দেয়া যাবে শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮ টা পর্যন্ত।
রাফাহকে ভোট করতে মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে MWOLAD 27 লিখে সেন্ড করুন 6969 নম্বরে।