শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ :
নরসিংদীর শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের অসহায় – হতদারিদ্রের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সম্মানী থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন নরসিংদী-৩, শিবপুর আসনের দুইবারের সফল সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
১১ অক্টোবর শুক্রবার বিকেলে ইটাখোলা এমপি মোহন এর কার্যালয়ে প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা লাভলী সুলতানা খান ও প্রধান শিক্ষিকা সাবিনা আক্তারের হাতে এ অনুদানের টাকা তুলে দেন । সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ঘোষনা দিয়েছিলেন এমপি হিসাবে যে সম্মানী পাবেন অসহায়-হতদারিদ্রের প্রতিবন্ধীেদের জন্য এই স্কুলে প্রতিমাসে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করবেন। সেই প্রতিশ্রুতি অনুয়ায়ী সাংসদের সম্মানী থেকে ৫০ হাজার টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আবদুল হাই মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান মো.ফরহাদ আলম ভূঞা ও দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।