
সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ১৩ অক্টোবর ২০১৯ :
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও হত্যাকারী সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্র ঘোষিত দেশের সকল থানা ও উপজেলা শাখায় পালনীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর পলাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ অক্টোবর ) রবিবার সকাল ১১টায় ঘোড়াশাল পৌর এলাকার পলাশ উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পলাশ উপজেলা শাখা।
ইশা ছাত্র আন্দোলনের পলাশ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ শেখ সাদী-র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মারুফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রটারি আলহাজ্ব আমিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন শাখা সাধারণ সম্পাদক যুবনেতা ইকরাম হোসাইন ও প্রচার সম্পাদক মুহাঃ জায়েদ খান, ইসলামী শ্রমিক আন্দোলন শাখা প্রচার সম্পাদক মুহঃ ফাইজুল হক সরকার৷
মানববন্ধনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আবরার মরেনি আবরার বেঁচে আছে কোটি কোটি মানুষের অন্তরে৷ তিনি আবরার ফাহাদের-হত্যাকারীদের দৃষ্টান্ত ফাসির দাবী করেন যাতে করে আর কোন আবরার যেন এরকম নির্মম হত্যার স্বীকার না হয় ৷
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ইশা ছাত্র আন্দোলন পলাশ উপজেলা শাখার সহ-সভাপতি ছাত্র নেতা মোহাম্মাদ রহমতুল্লাহ, কওমী মাদরাসা সম্পাদক মুহাঃ আতিকুর রহমান, পৌর শাখার সভাপতি মোঃ আলহাজ্ব, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করীম, মুসা বিন হাকিম কলেজ শাখার সভাপতি মুহাঃ জিসান এবং ইউনিয়ন নেতৃবৃন্ধ৷