সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ১৩ অক্টোবর ২০১৯ :
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্যকে সামনে সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
দিবসটি উপলক্ষে (১৩ অক্টোবর) রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এর নেতৃত্বে এক র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক দুর্যোগ প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা বিয়াম স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চালনায় এ মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা ভাইস-চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা ফখর উদ্দিন আল রাজী,উপজেলা কৃষি অফিসার মো. আমিরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা সেলিম আহমেদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মাযাহারুল ইসলাম, ও পলাশ ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ অন্যান্যরা।