মো. আব্দুল কাদির, নরসিংদী প্রতিদিন-
রবিবার ১৩ অক্টোবর ২০১৯:
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িত আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রায়পুরা উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ।
রবিবার সকাল সাড়ে ১১টায় রায়পুরা বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন চলে ঘন্টা ব্যাপী।রায়পুরা উপজেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন নরসিংদী ইশা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক জিএম মোবারক হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী ইসলামী যুব আন্দোলনের উপ-সম্পাদক আমিনুল ইসলাম শামীমসহ উপজেলার ইশা ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
ওই সময় উপজেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, শিক্ষা ও সন্ত্রাস এক সঙ্গে চলতে পারে না।অন্যায় ভাবে নির্মম নির্যাতন করে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।সেই সাথে তিনি শিক্ষাঙ্গনে সন্ত্রাস মুক্ত পরিবেশ বজায় রাখতে অন্যান্য ছাত্র সংগঠনকে নেতাদের প্রতিও আহবান জানান।
পরে নিহত আবরারের আত্মার মাগফিরাত কামণায় মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় মানববন্ধন।