মোমেন খান | নরসিংদী প্রতিদিন –
দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় জয়নগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নরসিংদী-৩ শিবপুরের এমপি ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন সাহেব কে সংবর্ধনা প্রদান করেন।
আজ ১৪ অক্টোবর (সোমবার) বিকালে জয়নগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জয়নগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান এর সভাপতিত্বে ও ডিপুটি কমান্ডার আবু হানিফ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল হক ভুইয়া মোহন বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। শিবপুরের মুক্তিযোদ্ধাদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, সাবেক ডেপুটি কমান্ডার মোতালিব খান, আব্দুল হাই মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বাসেদ মাষ্টার সহ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এর সকল সদস্য বৃন্দ।