শেখ মানিক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ১৪ অক্টোবর ২০১৯:
ঢাকা- মনোহরদী সড়কের শিবপুর উপজেলার ইটাখোলা থেকে শিবপুরের যেসব এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, সেসব এলাকার সড়কের দুই পাশে আর একটি স্থাপনাও নির্মাণ করতে দেওয়া হবে না। যারা খোলা আকাশের নিচে বসে ফল-ফলাদি বিক্রি করে তাদের কোনো অসুবিধা নেই, তারা একটা নির্দিষ্ট সময়ে বসতে পারবে। এ ছাড়া দুলালপুর ও মাছিমপুর ইউনিয়নের যেসব এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন করা হতো সেসব এলাকা থেকে আর এক তোলা বালু ও উত্তোলন করতে দেওয়া হবে না।
আজ (১৪ সেপ্টেম্বর) সোমবার সকালে শিবপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন নরসিংদী -৩ শিবপুর আসনের এমপি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।