নিজস্ব প্রতিনিধি। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০১৯:
গাজীপুরে মলম পার্টির চার সদস্যকে আটক করেছে র্যাব-১ এর স্পেশালাইজড পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। সোমবার (১৪ অক্টোবর ) দিবাগত রাত সাড়ে ১১টায় মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলো টঙ্গী পূর্ব থানার মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ সুলতান মিয়া( ৩৫),মৃত আক্তার হোসেনের ছেলে, মোঃ স্বপন মিয়া (২৮), মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ মোন্না হোসেন এবং ময়মনসিংহ জেলার মৃত জালাল উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (২৮)।
এ সময় তাদের কাছ থেকে ৩ টি চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত ৮টি মলম, ০২ টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছিনতাইকৃত নগদ ১১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন খবরের ভিত্তিতে মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।